ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

দারুন এক রেকর্ড গড়লেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১৭:০৩:৫৫
দারুন এক রেকর্ড গড়লেন মেসি

বেতিসের বিপক্ষে জোড়া গোলের পর মেসির বার্সালোনার ক্যারিয়ারে মোট গোল দাড়িয়েছে ৫৬৬টি। তালিকায় ৫৬৫ গোল করা বায়ার্ন লিজেন্ডকে পেছনে ফেলেছিলেন তিনি। এখন তার সামনে কেবল সান্তোস লিজেন্ড পেলে।

এক ক্লাবে সর্বোচ্চ গোল পেলের। সান্তোসের হয়ে তিনি ৬৪৩টি গোল করেছিলেন। দুই্ নম্বরে এতদিন ছিল বায়ার্ন লিজেন্ড গার্ড মুলার। তার গোল ছিল ৫৬৫টি। বেতিসের বিপক্ষে জোড়া গোল করে তাকেই পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছেন মেসি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ