ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১৫:৫৬:১৫
সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হকও টিকতে পারেননি। ট্রিপানোর বলে ফেরেন তিনি। আর ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ব্যক্তিগত ৭ রানে ডোনাল্ড ট্রিপানোর বলে বিদায় নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে চার টপঅর্ডার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তবে মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দীর্ঘ ১০ ইনিংস পর ফিফটির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ।

অভিষেক টেস্টে হাফসেঞ্চুরির দেখা পান মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ইনিংসে ৯০ বলে ৪টি চারের সাহায্যে পঞ্চাশ করেন তিনি। যদিও প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। পরে মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরির পর সিকান্দার রাজার বলে ফেরেন মিঠুন (৬৭)। এই জুটি থেকে ১১৮ রান আসে।

আরিফুল হক অবশ্য ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি। ব্যক্তিগত ৫ রানে শেন উইলিয়ামসের বলে বোল্ড হন তিনি। এরপর মাহমুদউল্লাহর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির (১০২) পর ৬ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে। ১২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই ভারপ্রাপ্ত অধিনায়ক। যেখানে জিম্বাবুয়েকে ৪৪৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

টার্গেটে ব্যাটিংয়ে নেমে তাইজুলের ব্যক্তিগত প্রথম ও ম্যাচের ২য় ওভারে স্লিপে সহজ একটি ক্যাচ হাতছাড়া করেন মিরাজ। এরপর অল্পের জন্য তাইজুলের শিকার হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান মাসাকাদজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৫৪ রান নিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ে। মাসাকাদজা ২০ রান ৫৪ বলে চেরি ৩৩ রান ৬০ বলে

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ