ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ, সিজদা করলেন মিরাজও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১৫:০৭:৫৫
সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ, সিজদা করলেন মিরাজও

৮ বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে আট নম্বর পজিশনে নেমে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। সেদিন ১৮৯ মিনিটের ইনিংসে ১৭৭ বল খেলে ১১৫ রান করেছিলেন তিনি। এরপর বেশ কয়েকবার আশা জাগিয়েও পারেননি সেঞ্চুরি করতে।

আর আজ নিজের দ্বিতীয় সেঞ্চুরি করার দিনে ব্যাট করতে নেমেছিলেন দলের কঠিন চাপের মুহূর্তে, মাত্র ২৫ রানেই ৪ উইকেট পতনের পরে। সেখান থেকে ৭০ বলে দুই চার এবং এক ছক্কার মারে নিজের ক্যারিয়ারের ১৬তম পঞ্চাশ পূরণ করেন তিনি।

পরে হাত খুলে খেলে মাত্র ৫২ বলে আরও দুটি চার এবং একটি ছক্কার মারে পরবর্তী পঞ্চাশ রান করে ফেলেন তিনি। সেঞ্চুরির পরই মাঠের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েন মাহমুদউল্লাহ। কিন্তু তখনই ঘটে এক মজার দৃশ্য। মাহমুদউল্লাহর পাসে গিয়ে বসে মাটিতে সিজদাহ করেন মিরাজও। একসাথে দুজনই তখন মাঠে সিজদায় বসে পড়েন। মাহমুদউল্লাহ-মিরাজের এই দৃশ্য মন জয় করে নিয়েছে লাখো ক্রিকেট ভক্তের।

মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ভর করে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে জিম্বাবুয়েকে করতে হবে ৪৪৩ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ