ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পরপর বাউন্ডারি হাঁকাচ্ছেন মিঠুন,দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ১১:২২:১৬
পরপর বাউন্ডারি হাঁকাচ্ছেন মিঠুন,দেখুন সর্বশেষ স্কোর

চাইলে বাংলাদেশ আবার জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাতে পারত। তবে মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার ঝুঁকি নেয়নি স্বাগতিকরা। বাংলাদেশের করা ৫২২ রানের জবাবে জিম্বাবুয়ের ইনিংস থামে ৩০৪ রানে।

দলীয় রান ৬৫ উইকেট ৪ মাহমুদুল্লা ১৪ [২১] মিঠুন ৩১[৬৫]ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। স্কোর বোর্ডে ১০ রান উঠতেই ২ উইকেট হারিয়েছে তারা। বাংলাদেশ ইনিংসে জোড়া আঘাত হানেন সফরকারী পেসার জার্ভিস। দলীয় ৯ রানের সময় ১২ বল মোকাবেলা করে ৩ রান করা ইমরুল কায়েস ক্যাচ দেন মাভুতার হাতে। পঞ্চম ওভারের প্রথম বলে ইমরুল ফেরার এক বল পর সাজঘরে ফেরেন লিটন দাসও। জার্ভিসের বলেই পরিস্কার বোল্ড হন ৬ রান করা লিটন।

দলীয় স্কোর ১০ রানে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। এবার আরও বড় আঘাত। মাত্র রান করে আউট হয়ে যান প্রথম ইনিংসে ১৬১ রান করা মুমিনুল হক। ত্রিপিনোর বলে চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। মুশফিক এসে কিছুক্ষন থেকে ৭ রান করে আউট হয়ে যান ।

মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে দুই সেশনে দুটি করে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেই স্বস্তি মিলিয়ে যেতে শুরু করে ব্রেন্ডন টেলর ও পিটার মুরের প্রতিরোধে। তৃতীয় সেশনে উইকেটের দেখা পেতে অপেক্ষা দীর্ঘ হয়। পড়ন্ত বিকেলে দ্রুত চার উইকেট তুলে বোলাররা এনে দেন স্বস্তি।

সফরকারীদের প্রত্যাশিত ফলো-অনে ফেলা গেলেও বড় লক্ষ্য দাঁড় করিয়েও ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চায় বাংলাদেশ

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ