আজ ইসিতে যাবে ঐক্যফ্রন্ট
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন নির্বাচনের ইশতেহার তৈরি করতে একটি কমিটিও গঠন করা হয়। এছাড়া সিদ্ধান্ত হয় আগামী শুক্রবার (১৬ নভেম্বর) পত্রিকার সম্পাদকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের মতবিনিময়সভার আয়োজন করার।
গত মঙ্গলবার ড. কামাল হোসেনের সভাপতিত্বে এ বৈঠকের পর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নির্বাচন এক মাস পিছিয়ে দেয়া অত্যন্ত জরুরি। আমরা আগামীকাল (আজ বুধবার) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে (ইসি) যাব। সেখানে ড. কামাল হোসেন সহ ঐক্যফ্রন্টের নেতারা থাকবেন। আমরা আশা করব, নির্বাচন কমিশন আমাদের নেতাদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যেমন ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলাম আমরা; কিন্তু তা করা হয়নি। এতে আমরা অত্যন্ত হতাশ।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পষ্ট করে বলেছেন, তফসিলের তারিখ আর পেছানো হবে না। সাংবাদিকরা এমন তথ্য তুলে ধরলে জাতীয় ঐক্যফ্রন্টের এই মুখপাত্র বলেন, প্রধান নির্বাচন কমিশনার তো সব একাই বলে যাচ্ছেন। কিন্তু উনি স্পষ্ট করে বললেই তো হবে না। আমরা আমাদের দাবি-দাওয়াগুলো অবশ্যই বলব।
তফসিল পেছানোর দাবির কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন এক মাস পেছাতে আমরা দাবি করেছি এ জন্য যে, যে সময় তফসিল ঘোষণা করা হয়েছে, সে সময়টিতে বড়দিনের ছুটি থাকে। ওই সময়টি আমাদের খ্রিস্টান সম্প্রদায় একটা উৎসবের আমেজে থাকেন। এ ছাড়া এর কদিন পরই ইংরেজি নববর্ষ। আমরা যে বিদেশি পর্যবেক্ষকদের আশা করছি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখার জন্য, তাদের সেই সুযোগও থাকছে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ১৬ নভেম্বর জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে ড. কামাল হোসেন মতবিনিময় করবেন। এরপর ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
এর আগে, ভোট পেছানো সংক্রান্ত বিভিন্ন জোটের চিঠির পরিপ্রেক্ষিতে গত সোমবার নির্বাচনের তারিখের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ভোট পেছানোর দাবির পর সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পুনঃতফসিল প্রজ্ঞাপন আকারে জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর ভোটের দিন।
এর আগের ঘোষিত তফসিল ছিল- ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- ১৪৪ ধারা জারি
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- ফরচুন বরিশালের একাদশ
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- ফাইনাল ম্যাচের জন্য ফরচুন বরিশালের একাদশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- কোয়ালিফায়ার ম্যাচের জন্য খুলনা টাইগার্সের সম্ভাব্য সেরা একাদশ
- ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডিপজল গ্রেপ্তার