ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সাকিবের শূন্যতা ভালোভবে উপভোগ করছেন তাইজুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ০৯:০৭:০৭
সাকিবের শূন্যতা ভালোভবে উপভোগ করছেন তাইজুল

সেই সঙ্গে অনেক বেশী বোলিং করার সুযোগ পাচ্ছেন বলেও জানিয়েছেন। এখন পর্যন্ত তিন ইনিংসে মিলে তাঁর শিকার ১৬ উইকেট। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওানো এই স্পিনার সংবাদ সম্মেলনে এসে বলেন,

'বাড়তি তৃপ্তি না, আমি অনেক বেশি বোলিং করার সুযোগ পাচ্ছি। সাকিব ভাই থাকলে হয়তো আমার ওপর এত দায়িত্ব পড়ত না। আমি উপভোগ করছি।'

এদিকে প্রথম চার উইকেট দ্রুত পেলেও পঞ্চম উইকেট পেতে একদম শেষ উইকেট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাইজুলকে। একসময় অনেকেরই মনে হয়েছিল এই ইনিংসে হয়তো পাঁচ উইকেট পাবেন না এই স্পিনার।

কিন্তু শেষ পর্যন্ত টানা ৩ ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েই মাঠ ছেড়েছেন এই স্পিনার। তাইজুল জানিয়েছেন, ৪ উইকেট পাওয়ার পর যতক্ষণ অপেক্ষা করেছেন তিনি, ততক্ষণ আশা ছাড়েন নি তিনি।

'হয়তো একটু বেশি সময় লেগেছে। আর ওরাও একটা ভাল জুটি গড়েছিল। ক্রিকেটে তো জুটি হবেই। তবুও আশা ছাড়ি নি।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ