ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টেস্টে ক্যাচিংয়ের দিক দিয়ে তলানিতে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৪ ০৮:৫৬:৪৯
টেস্টে ক্যাচিংয়ের দিক দিয়ে তলানিতে বাংলাদেশ

টেস্টে ক্যাচ ধরার দিকে বাংলাদেশ থেকেও সফল দল জিম্বাবুয়ে। পাঁচ দিনের এ খেলায় ৭২.৩ শতাংশ ক্যাচ লুফে নিয়ে নয় নম্বর অবস্থানে আছে তারা।

সবচেয়ে বেশি ক্যাচ ধরে টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে সবার উপরে নিউজিল্যান্ড। শতকরা প্রায় ৮২.৪ ভাগ ক্যাচ ধরতে সক্ষম হয়েছি কিউইরা।

তালিকায় দ্বিতীয় স্থানটিতে রয়েছে পাকিস্তান। টেস্টে তাঁরা ৮১.১ শতাংশ ক্যাচ লুফে নিয়েছে এই দুই বছরে। পাকিস্তানের পরের অবস্থানটি দক্ষিণ আফ্রিকার। ৮১.০ শতাংশ ক্যাচ ধরে তৃতীয় অবস্থানে আছে তারা।

এরপরের অবস্থানটি অস্ট্রেলিয়ার। ২০১৬ সাল থেকে টেস্টে শতকরা ৭৮.৭ ভাগ ক্যাচ ধরতে সক্ষন হয়েছে তারা। অজিদের পরেই আছে ভারতীয়রা। ৭৭.৫ শতাংশ ক্যাচ ধরে এ তালিকায় পাঁচে রয়েছে উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দলটি।

ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা রয়েছে যথাক্রমে ছয়, সাত এবং আট নম্বর অবস্থানে। এ দুই বছরে তারা যথাক্রমে ৭৭.২, ৭৬.৫ এবং ৭৫.৫ শতাংশ ক্যাচ ধরতে সক্ষম হয়েছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ