ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে আসছে উইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ২৩:৪০:০৪
নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে আসছে উইন্ডিজ

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শেষ হচ্ছে আগামী ১৫ নভেম্বর। এদিন ঢাকায় পা রাখার কথা ছিল উইন্ডিজের। কিন্তু একদিন আগেই ঢাকায় পা রাখছে দলের একটি অংশ। এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সে অনুযায়ী ১৪ নভেম্বর, বুধবার জেট এয়ারওয়াজের একটি ফ্লাইট যোগে ভারত থেকে ঢাকায় পৌঁছাবে তারা। বিকেল সোয়া ৪টায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। এই দলের সঙ্গে আসবেন ১০ জন। পরদিন সকাল সোয়া ৮টায় আসবেন ছয়জন, আর বিকেলে আসবেন বাকি ৯ জন। তবে তারা আসবেন উইন্ডিজ থেকে।

বাংলাদেশ সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। এই সিরিজটি দিয়েই মাঠে ফেরার কথা রয়েছে এশিয়া কাপে ইনজুরিতে পড়া সাকিব আল হাসান ও তামিম ইকবালের। তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে থাকছেন না ক্রিস গেইল। ভারত ও বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে আগেই নাম প্রত্যাহার করেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ