ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আই,সি,সি এর এক নিয়মে পাকিস্তানের ১০ রান জরিমানা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ২৩:১৯:০২
আই,সি,সি এর এক নিয়মে পাকিস্তানের ১০ রান জরিমানা

ভারতকে এই অতিরিক্ত রান দেওয়া হল কেন? কারণ, আইসিসির নিয়ম ভেঙে বারবার ২২ গজের মাঝখান দিয়ে দৌড়াচ্ছিলেন। আম্পায়রা একাধিকবার সতর্ক করা সত্ত্বেও পারকিস্তান ক্রিকেটাররা কথা শোনেনি। তাঁরা ২২ গজের ডেঞ্জার জোন দিয়েই দৌড়েছেন তারা। সে কারণেই পাকিস্তান দলকে শাস্তি হিসেবে তাঁদের ২ রান কেটে নেন ম্যাচ রেফারি। একই সঙ্গে আইসিসি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ১০ রান দেওয়া হয় ভারতকে। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান করলেও তা শেষ পর্যন্ত দাঁড়ায় ১৩৩ রানে। এতে আখেড়ে সুবিধাই হয় ভারতের।

বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশিত ভাবেই পাকিস্তানকে হারায় ভারত। অর্ধ-শতরান করে ভারতকে সহজ জয় এনে দেন দলের মিতালি রাজ।

অন্যদিকে, ম্যাচ হেরে একদিকে যেমন দলের ক্রিকেটারদের দুষেছেন পাক অধিনায়ক জাভেরিয়া খান। তাঁর মতে এটা এক ধরনের অপেশাদিত্বের পরিচয়। বারবার সতর্ক করা সত্ত্বেও কেন ক্রিকেটাররা তা শুনলেন না, সে বিষয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন পাক অধিনায়ক। উল্লেখ্য, শুধু ভারত ম্যাচ নয়, এর আগে শ্রীলঙ্কা ম্যাচেও এই ঘটনা ঘটিয়েছেন পাক ক্রিকেটাররা। এতে ক্ষতি হয়েছে পাক দলেরই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ