ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

পিএসএলে বিদেশি ক্রিকেটারের মূল্য আকাশ ছোয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ২৩:০৬:০০
পিএসএলে বিদেশি ক্রিকেটারের মূল্য আকাশ ছোয়া

উল্লেখ্য, গত আসরে ছয়টি দল খেললেও এ আসরে আরো দুটি দল বাড়ানো হয়েছে। ফলে চতুর্থ আসরে লড়বে আটটি দল। ড্রাফটের আগে প্রাথমিক দল গুছিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। পিএসএলের দলগুলোকে ১৬জন করে ক্রিকেটার নিতে হবে। অংশ গ্রহণকারী প্রতিটি তাদের পূর্বের ক্রিকেটারদের মধ্য থেকে ১০ জনকে ধরে রাখতে পারবেন। বাকিদের নিলামের মাধ্যমে কিনে নিতে হবে।

পিএসএলে তিন ক্যাটাগরিতে প্লেয়ার ভিড়াবে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। সর্বোচ্চ ক্যাটাগরি হলো প্লাটিনাম। এই ক্যাটাগরির ক্রিকেটাদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১২ লাখ।

প্লাটিনাম ক্যাটাগরি (বিদেশ): এবিডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, কোরি অ্যান্ডারসন, ডুয়াইন ব্রাভো, সুনিল নারিন, ইমরান তাহির, রশিদ খান, ব্রান্ডন ম্যাককলাম, থিসেরা পেরেরা, ক্রিস লিন, কলিন মুনরো, লুক রনকি, কায়রন পোলার্ড, মিসেল ম্যাকললেঞ্জ ও কলিন ইনগ্রাম।

পিএসএলের চতুর্থ আসর শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এরপর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে করাচিতে আগামী ১৭ ফেব্রুয়ারি। ফাইনাল ছাড়াও পাকিস্তানে অনুষ্ঠিত হবে আরো ৭টি ম্যাচ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ