ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সব বল না খেলতে পারার কারণ জানালেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ২১:২৩:৫৫
সব বল না খেলতে পারার কারণ জানালেন সাকিব

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নিয়ম করে দিতো ওই বাসায় গেলে কিংবা ওই পুকুরে বলটা পড়লে আউট। তো ওই শটটা আমরা তখন খেলতাম না। না খেলতে খেলতে একটা অভ্যাসে পরিণত হয়ে যেত। এখন যেটা রিয়ালাইজ করি, হয়তো এই কারণেই ওই শটটা এখনো ওইভাবে ভালো খেলি না।’

তিনি আরো বলেন, ‘এইটুকু জায়গাতে খেলা হতো, এইযে বিদ্যুতের খুঁটি, এটাকে স্টাম্প বানিয়ে কত খেলেছি। দুই পাশের রিকশা-টিকশা বন্ধ করে দিয়ে এই রাস্তার উপরই খেলা হত। মুরগি বেঁধে খেলা হত এখানে, যারা জিতবে রাতে মুরগি পাবে (হাসি)… তরমুজ, মুরগি, কলা… বিস্কুট।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ