ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সময়ের সঙ্গে উইকেট আরও খারাপ হবেঃ তাইজুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ২১:০৯:৫৯
সময়ের সঙ্গে উইকেট আরও খারাপ হবেঃ তাইজুল

ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে জানান, 'আমরা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি, তারপরও ওরা পার্টনারশিপ করছে। আমরা ওতটা হতাশ হইনি। তবে চতুর্থ ও পঞ্চম দিন তো আছেই।

'উইকেট যত সময় যাবে তত খারাপ হবে। উইকেট কুইক হয়নি। গতকাল শার্প টার্ন করছিল, কিন্তু আজ শার্প টার্ন ছিল না। ভাঙ্গায় পড়ে সচরাচর যেই শার্প টার্ন হয়, সেটা হয়নি।'

নিজের পারফর্মেন্স ও দলের অবস্থান- সব মিলিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন তাইজুল। ইতিবাচক মানসিকতাই রাখছেন ম্যাচে। জিম্বাবুয়েকে ফলো অনে ফেলবে নাকি বাংলাদেশ, এটা নিয়ে সিদ্ধান্ত না হলেও ইতিবাচক মানসিকতা দেখিয়েছেন তাইজুল।

'ভাল পারফর্মেন্স করলে প্রতিটা ক্রিকেটারের ভাল লাগে। তবে দলটা আগে। দলটা এখন ভাল অবস্থানে আছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ