ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মাশরাফিকে নিয়ে ভারতীয় পত্রিকায় যা বললেন এই তারকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ১৯:০৯:৪৯
মাশরাফিকে নিয়ে ভারতীয় পত্রিকায় যা বললেন এই তারকা

সম্প্রতি দেশটির জনপ্রিয় এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দারুণ প্রশংসা করেছেন তিনি।

তিনি বলেন, ‘দারুণ মানুষ মাশরাফি ভাই। আমরা যখন বাংলাদেশে কাবাডির জাতীয় দলে, তখন একবার তিনি এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে। সেটাই প্রথম আলাপ। সে দিন আমার সঙ্গে দাবা খেলেছিলেন উনি। এত সফল খেলোয়াড় কিন্তু এক বিন্দু অহঙ্কার নেই। খুব সহজে মিশে যেতে পারেন সকলের সঙ্গে। তার পরে বহু বার কথা হয়েছে তার সাথে।’

তিনি আরো বলেন, ‘এবার প্রো কবাডি খেলতে আসার সময় ঢাকা বিমানবন্দরে দেখা হয়েছিল মাশরাফি ভাইয়ের সঙ্গে। আমি বেঙ্গল ওয়ারিয়র্সের হয়ে খেলছি শুনে অভিনন্দন জানান। সঙ্গে দেন কলকাতা সংক্রান্ত নানা মূল্যবান পরামর্শ। যেগুলো পরখ করব কলকাতাতে।’

এদিকে এবার বেঙ্গল ওয়ারিয়ার্স দলে সুযোগ পাওয়ায় নিজের লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের দেশের মাশরাফি মর্তুজা ও সাকিব আল হাসান আইপিএলে কলকাতার দলের হয়ে খেলেছেন। ফুটবলে আইএসএলে মামুনুল ইসলামও কলকাতার দলের হয়ে খেলেছিলেন। তাই আমার ইচ্ছা ছিল প্রো কবাডি লিগে কলকাতার হয়ে খেলার। গত বছর পুণেরি পল্টনের হয়ে ভাল খেলায় সেই সুযোগ পেয়ে গিয়েছি এ বার।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ