ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পিএসএল নিলামে ছেড়ে দেওয়া হয়েছে সাকিব, তামিম, রিয়াদকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ১৭:৫৮:১২
পিএসএল নিলামে ছেড়ে দেওয়া হয়েছে সাকিব, তামিম, রিয়াদকে

তবে এদের ছেড়ে দিলেও প্লেয়ার্স ড্রাফট থেকে আবারও তাঁদের দলে ভেড়াতে পাড়বে ফ্র্যাঞ্চাইজিরা। চলতি মাসের ২০ তারিখ হবে পিএসএলের চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠান।

ছেড়ে দেয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে নতুন মৌসুমের জন্য ধরে রাখেনি দলটি। যেকারণে বাকি দলগুলোর সামনে সুযোগ রয়েছে তাঁকে দলে ভেড়ানোর।

এদিকে লাহোর কালান্দার্সে থাকা ব্রেন্ডন ম্যাককালাম, শাহিন আফ্রিদিকে ধরে রাখেনি। ইসলামাবাদ ইউনাইটেড ছেড়েছে আন্দ্রে রাসেল, মিসবাহ উল হককে। এছাড়া মিচেল জনসনকেও ছেড়ে দিয়েচে করাচি।

ছেড়ে দেয়া ক্রিকেটারঃ মাহমুদুল্লাহ রিয়াদ, উমর আমিন, মীর হামজা, আসাদ শফিক, ব্র্যাথওয়েট, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, রশিদ খান, আজম খান, কেভিন পিটারসেন, ক্রিস গ্রিন, কোহলের ক্যাডমোর, বেন লাফলিন, জ্যাসন রয়, জন হেস্টিংস, কার্লোস ব্র্যাথওয়েট, ফারাজ আহমেদ খান। সাকিব আল হাসান, কামরান আকমল, হ্যারিস সোহেল, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগার, ডোয়াইন ব্রাভো, তামিম ইকবাল, হাম্মাদ আজম, সাদ নাসিম, তাইমুর সুলতান, ইবতিশাম শেখ, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মোহাম্মদ আরিফ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ