ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

৯ম উইকেট পড়ে অলআউট জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ১৬:৫৮:১১
৯ম উইকেট পড়ে অলআউট জিম্বাবুয়ে

নিজের প্রথম ১০০ বল থেকে মাত্র ৩০ রান করতে পেরেছিলেন চারি। এরপর ত্রিশ থেকে পঞ্চাশে পৌঁছতে তিনি খেলেন মাত্র ১১টি বল। খালেদকে ছক্কা মারার পরে তাইজুলের এক ওভারেই মারেন তিন চার। ১১১ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে দিয়ে তিনি সাজঘরে ফিরে যাওয়ায় খানিক চাপে পড়ে গিয়েছে সফরকারিরা।

চারির পঞ্চাশে অবশ্য অবদান ছিলো বাংলাদেশের ফিল্ডাদেরও। অভিষিক্ত খালেদ আহমদের বোলিংয়েই পয়েন্ট অঞ্চলে চারির ক্যাচ ছেড়ে দিয়েছিলেন তাইজুল। জীবন পেয়েই নিজের ফিফটি তুলে নেন চারি। তিনি জীবন পেয়েছিলেন আরও একবার। মেহেদি হাসান মিরাজের বলে লেগস্লিপে ক্যাচ ছেড়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে এরপর আর তাকে বেশিদূর যেতে দেননি মিরাজ। ঠিক পরের বলেই শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দেন ১২৮ বলের সংগ্রামী ইনিংসে ৫৩ রান করা চারিকে। আউটটা অবশ্য বেশ অদ্ভূত ছিল। প্রথমে বাংলাদেশি ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায়, চারির উরুতে বল লেগে সেটা একটু খানি ছুঁয়ে যায় উপরে উঠান হাতের গ্লাভসে। স্নিকোমিটারে যে সূক্ষ্ম স্পর্শটি ধরা পড়েছে। ফলে সিদ্ধান্ত বদল করতে হয় আম্পায়ারকে।

এরপর টেলর আর মুরের ব্যাটে ঘুড়ে দাড়ায় জিম্বাবুয়ে। এ দুজনের ব্যাটে বড় সংগ্রহের দিকে যাচ্ছিল জিম্বাবুয়ে। আরিফুল হক এসে মুরের সেঞ্চুরি করার সুযোগ দিলেন না।

এরপর ম্যাচের ৯৯ তম ওভারে মিরাজের বলটি স্লোগ সুইপ মেরেছিলেন টেলর। ডিপ মিড উইকেটে ফিল্ডিং করতে থাকা তাইজুল হাওয়ায় ভেসে দূর্দান্ত এক ক্যাচ তালুবন্দি করেন। টেলরের আউটের পর ব্যাট হাতে দির্ঘাস্থায়ী হতে পারেনি মাভুটা। তিনিও ফিরি যান পরের বলেই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করেছে জিম্বাুবুয়ে। চাকাভা ৮ রান করে ব্যাট করছেন। আর এক উইকেট পড়লেই অলআউট জিম্বাবুয়ে। কারণ চাতারা ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে পড়েছে তাই শেষ উইকেটে ব্যাটিংয়ে নামা হবে না তার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ