ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

রেকর্ডের পর রেকর্ডের গড়লেন মুশফিক জানলে অবাক হবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ১২:৪৮:১৮
রেকর্ডের পর রেকর্ডের গড়লেন মুশফিক জানলে অবাক হবেন

জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম উইকেট খুইয়ে ২৫ রান তুলেছে জিম্বাবোয়ে৷ এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ইনিংসে সর্বাধিক রান ছিল সাকিব আল হাসানের৷ সাকিবের ব্যাটে অতীতে এসেছে ২১৭ রানের ইনিংস৷ সেই রান টপকে টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন মুশফিকুর৷

সেই সঙ্গে এদিন আরও একটি রেকর্ডের মালিক হলেন তিনি৷ টেস্টে ক্রিকেটে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর প্রথম কিপার যিনি কেরিয়ারে দুটি দ্বিশতরান হাঁকালেন৷ এর আগে শ্রীলঙ্কার গলে(২০১৩সালে) ব্যাট হাতে ২০০ রান হাঁকিয়েছিলেন মুশফিকুর৷

উইকেটকিপারদের মধ্যে টেস্টে এক ইনিংস সর্বাধিক রান হাঁকানোর তালিকায় শীর্ষ রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার৷ জিম্বাবোয়ের প্রাক্তন ক্যাপ্টেন ভারতের বিরুদ্ধে নাগপুরে(২০০০সালে) ২৩২ রানে অপরাজিত ছিলেন৷ ঢাকায় এদিন ইনিংস সমাপ্তি ঘোষণা না করলেও ফ্লাওয়ারকে টপকে যাওয়ার সুযোগ ছিল মুশফিকুরের৷ এই তালিকায় চার নম্বরে রয়েছেন মুশফিকুর৷

একনজরে উইকেটকিপারদের মধ্যে টেস্টে এক ইনিংস সর্বাধিক রান হাঁকানোর তালিকা- ১) অ্যান্ডি ফ্লাওয়ার- ২৩২*রান ২) কুমার সঙ্গাকারা-২৩০ রান ৩)এম এস ধোনি-২২৪ রান ৪)মুশফিকুর রহিম-২১৯* রান ৫) তাসমিল আরিফ-২১০* রান- সূত্র-কোলকাতা২৪*৭

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ