ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আবারও আউট একের পর এক উইহেট তুলে নিচ্ছে টাইগাররা,দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ১২:৪০:৫৬
আবারও আউট একের পর এক উইহেট তুলে নিচ্ছে টাইগাররা,দেখুন সর্বশেষ স্কোর

দিনের প্রথম পঞ্চাশ মিনিট এই জুটি বেশ দেখেশুনে খেলেছে। অবশেষে জুটি ভেঙেছেন ওই তাইজুলই। তিরিপানোকে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়েছেন বাঁহাতি এই স্পিনার। নাইটওয়াচম্যান হিসেবে নামা এই ব্যাটসম্যান করেন ৮ রান।

তাইজুল ৭ রানে নিয়েছেন ২ উইকেট। তৃতীয় দিনে বল করলেও এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি দুই পেসার মোস্তাফিজুর রহমান আর খালিদ আহমেদ।

তবে অভিষিক্ত পেসার খালিদ বেশ ভালো বোলিং করছেন। তার বল খেলতে বেশ বেগ পেতে হচ্ছে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের। বার কয়েক হেলমেটে বল লেগেছে তাদের। ৯ ওভার বল করে ৬টিই মেডেন নিয়েছেন খালিদ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত৫১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ৪ উইকেটে ১৩১ রান।রাজা আর টেলর৩৮ রান নিয়ে ব্যাট করছেন। চারি ৫৩ রান করে আউট হয়েছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ