ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ব্রায়ান চারির সথে একি করলেন অভিষিক্ত পেসার খালিদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ১২:০৪:১৩
ব্রায়ান চারির সথে একি করলেন অভিষিক্ত পেসার খালিদ

তৃতীয় দিনে নিজের প্রথম ওভার শুরু করেছেন মেডেন দিয়ে। দ্বিতীয় ওভারে এসেই জিম্বাবুইয়ান ওপেনার ব্রায়ান চারিকে পরাস্ত করেন খালিদ। ইনিংসের ২১তম ওভারের দ্বিতীয় বলটি শর্ট লেন্থে করেছিলেন টাইগার পেসার। চারি সেটা না বুঝতে পেরে বসে পড়েন।

যা হওয়ার তাই হয়েছে, বল গিয়ে সরাসরি আঘাত করে চারির হেলমেটে। সঙ্গে সঙ্গেই হেলমেটের পেছনের দিকের গার্ড খুলে পড়ে যায় মাটিতে। কিছুটা আঘাতও হয়তো লেগেছে মাথায়। ফিজিও এসে একটু শুশ্রুষা দিলে আবারও ব্যাটিং শুরু করেন ডানহাতি এই ওপেনার।

এখন পর্যন্ত ৯ ওভার বল করে ৬টিই মেডেন নিয়েছেন খালিদ। বোঝাই যাচ্ছে, ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা পেসারকেও কতটা সমীহ করছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। করছেন বললে অবশ্য ভুল হবে, করতে হচ্ছে আসলে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ