ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

একি বললেন জিম্বাবুয়েন কোচ মাকুনুরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১৩ ০৮:৫২:২৭
একি বললেন জিম্বাবুয়েন কোচ মাকুনুরা

আর দিন শেষে মুশফিকও প্রশংসা পাচ্ছেন প্রতিপক্ষ শিবিরের। সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ফিল্ডিং কোচ শেফার্ড মাকুনুরা জানিয়েছেন তাঁর দলের ব্যাটসম্যানদের মুশফিকের মতোই ব্যাটিং করা উচিৎ। টাইগার উইকেটরক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েই ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন,

'আমাদের ব্যাটসম্যানেরা তাঁর (মুশফিক) কাছ থেকে কিছু শিখতে পারে, বিশেষ করে সে যেভাবে উইকেটে ব্যাটিং করেছে। প্রথম সেশনে বল ভাল হয়েছিল, কিন্তু সে দারুণ ব্যাটিং করেছে।'

দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের থেকে এখনও ৪৯৭ রানের বিশাল ব্যবধানেে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। সুতরাং আগামীকাল এই রান টপকাতে হলে বিশেষ কিছুই যে করতে হবে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের তা সহজেই অনুমেয়।

তবে এখনই হাল ছাড়ছেন না মাকুনুরা। তাঁর বিশ্বাস খেলাটি এখনও দুই পক্ষের দিকেই আছে। এক্ষেত্রে তৃতীয় দিনের প্রথম সেশনটিকেই বেশি জোর দিচ্ছেন তিনি। সফরকারীদের ফিল্ডিং কোচের মতে সামনে দীর্ঘ ব্যাটিং অপেক্ষা করছে তাঁর দলের,

'আমি মনে করি খেলাটি এখনও সমানভাবে আছে, যদিও বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে। এটি সম্পূর্ণ নির্ভর করছে আমরা কিভাবে আগামীকাল ব্যাটিং করি তার ওপর, বিশেষ করে প্রথম সেশনে। আমরা যদি প্রথম সেশনটি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের কাজটি সহজ হয়ে যাবে। আমাদের সামনে অনেক দীর্ঘ ব্যাটিং অপেক্ষা করছে,' বলেছেন মাকুনুরা।

টেস্টটির প্রথম দিন অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিলেন জিম্বাবুয়ের বোলাররা। স্কোর বোর্ডে ২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। কিন্তু সেই পরিস্থিতি থেকেই ২০০ ঊর্ধ্ব জুটি গড়ে দলকে উঠিয়ে আনেন মুশফিক এবং মমিনুল। আর জিম্বাবুয়ের সামনে বিশাল রান ছুঁড়ে দিতে সক্ষম হয় টাইগাররা।

তবে এই বিষয়টিকে ক্রিকেটেরই একটি অংশ হিসেবে দেখছেন মাকুনুরা। তাঁর মতে শুরুতে উইকেট পেলেও টেস্ট ক্রিকেট এমনই একটি খেলা যেখানে জুটি গড়ে উঠবেই। তিনি বলেন, 'এটাই ক্রিকেটের অংশ। এই ধরণের বিষয় সর্বদা ঘটবে। আপনি শুরুতে কিছু উইকেট পেতে পারেন, কিন্তু টেস্ট ক্রিকেটে জুটি গড়ে উঠবেই।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ