ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মুশফিকের কাছে 'কিপিং' ব্যাটিংয়েরই একটি প্রক্রিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ২২:৫৮:৪৭
মুশফিকের কাছে 'কিপিং' ব্যাটিংয়েরই একটি প্রক্রিয়া

"কিপিং যেটা বলি আমাকে অনেক বেশি সাহায্য করে। এমন নয় কিপিং করলে আমি প্রতি ম্যাচেই একশ বা দুইশ করব। কিন্তু কিপিংটা একট প্রক্রিয়া এবং আমি প্রক্রিয়ায় অনেক বেশি বিশ্বাসী। আমার মনে হয় এটা অনেক সাহায্য করে। এখন টিম ম্যানেজমেন্ট যেটা চাইবে সেটা তো তাদের ব্যাপার। সেভাবে অবদান রাখতে চেষ্টা করি।"

অনেক সময় কিপিংটা বোঝা হয়েও দাঁড়ায়। সেই সময় এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নেন মুশফিক। এটাই উপভোগ করেন তিনি। মাঠে যতক্ষণ থাকেন তিনি দলের জন্য অবদান রাখতে চান। মুশফিকের বিশ্বাস কিপিংয়ের দায়িত্বটাই তাকে ভালো ফলাফল এনে দিতে পারে।

"অনেক সময় কিপিং করে বা ব্যাটিং করে চাপ বেশি হয়ে যায়। কিন্তু আমার জন্য এটা চ্যালেঞ্জ, এবং আমি চ্যালেঞ্জ উপভোগ করি। আমি চাই না এমন একটা মানুষ যে ড্রেসিংরুমে বসে থাকি। আমি যতক্ষণ মাঠে থাকব আমি যেন দলের জন্য কিছু করতে পারি, নইলে খারাপ লাগে। সামনে এই দায়িত্ব আমাকে দিলে আমার মনে হয় আমি ভাল ফলাফল দিতে পার।"

জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির ম্যারাথন ইনিংসে ৪২১ বল খেলেছেন তিনি। টেস্টে এক ইনিংসে এত বেশ বল বাংলাদেশের আর কেউ খেলেনি। সবচেয়ে বড় বিষয় এই ম্যাচে মুশফিক নিজের প্রিয় শট গুলো ছাড়াই ইনিংস লম্বা করেছেন। এটাকেই ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে ধরছেন মুশফিক।

"চেঞ্জ যদি কিছু থাকে, তাহলে আমার দাঁড়িটা বড় হয়েছে। এছাড়া কিছু না। আগে খেয়াল করে দেখেন আমার প্রিয় শটে অনেক রান করেছি। কিন্তু এবার খেয়াল করে দেখেন আমি ওই শট ছাড়া অনেক রান করতে পেরেছি। শেষ পাঁচ সাত বছরে আমি লো রেঞ্জ শটেও অনেক বেশি রান করতে পারি। একজন ব্যাটসম্যান হিসেবে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।"

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ