ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মিরাজকে নিয়ে একি কথা বলেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ২১:০৩:০৪
মিরাজকে নিয়ে একি কথা বলেন মুশফিক

সেদিন মিরাজের পঞ্চাশ কিংবা মুশফিকের একশ না হলেও, আজ হয়েছে দুটিই। দ্বিশতক হয়েছে মুশফিকের, মিরাজ পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। শুধু তাই নয়, ২০১৬ সালের হায়দরাবাদ টেস্টে মিরাজের প্রথম ফিফটিতেও সাথে ছিলেন মিরাজ।

এসব দিক মিলিয়ে মিরাজের সাথে ব্যাটিং করাটা যে সহজ তা জানান মুশফিক। তবে গল টেস্টের সে অভিজ্ঞতা থেকে তিনি মিরাজকে আগেই সতর্ক করছিলেন যেনো অন্তত দুইশ হওয়া পর্যন্ত উইকেটে থাকেন মিরাজ।

মিরাজের সাথে জুটি গড়ে ব্যাটিংয়ের স্মৃতিচারণ করে মুশফিক বলেন, ‘ওর দুই ফিফটিতেই আমি সাথে ছিলাম। আর একবার সম্ভবত ৪৫ করেছিল, সে ম্যাচে আমিও ওর কারণে সেঞ্চুরি মিস করেছিলাম (হাসি)। ও আউট হওয়ার পর কেউ আর সঙ্গ দেয়নি। তো আজকে ওকে বলছিলাম আজকে অন্তত আমার দুইশ পর্যন্ত থাকিস। যেটা বললাম ও একজন দুর্দান্ত খেলোয়াড়। নিঃসন্দেহে আমাদের ক্রিকেটের পরবর্তী বড় নাম।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ