ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সেরা নয়, তবে ভালঃ মুশফিক এই কথা বলেন কেনো জানুন বিস্তারিত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ২০:১৩:৪৮
সেরা নয়, তবে ভালঃ মুশফিক এই কথা বলেন কেনো জানুন বিস্তারিত

'এগিয়ে রাখার সময় আসে নি। যদি এই ম্যাচটা জিততে পারি তাহলে এটাই এগিয়ে থাকবে। কারণ আমরা গলে টেস্ট জয় করি নি, ড্র করেছি। ওটাও কঠিন ছিল। কারণ ওরা ৫০০ রানের মত করেছিল। তারপর এসে ব্যাট করা সহজ ছিল না এবং মান সম্মত বোলিং বিভাগের বিপক্ষে,' টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন মুশফিক।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর রেকর্ড গড়া দ্বিশতকটিও সহজ ছিল না। দ্রুত উইকেট হারানোর পর চাপে ছিল বাংলাদেশ। পাশাপাশি নতুন উইকেটে প্রতিপক্ষের বোলাররাও যথেষ্ট সুবিধা পাচ্ছিল।

সেখান থেকে দলকে বিশাল ৫২২ রানের সংগ্রহ এনে দেন মুশফিক। অপরাজিত থেকে খেলেছেন টেস্ট মেজাজে ২১৯ রানের অসাধারণ এক ইনিংস, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ।

এছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে মোকাবেলা করেছেন সবচেয়ে বেশি ৪২১ বল। উইকেটেও ছিলেন সবচেয়ে বেশি সময়, ৫৮৯ মিনিট।

সব মিলিয়ে ঢাকা টেস্টের এই ইনিংসকে পরিপূর্ণ টেস্ট ইনিংস হিসেবেই দেখছেন মুশফিক। বলেছেনও সেরকম, তবে সেরা ইনিংসের খেতাব এখনই দিতে চান না তিনি।

'আবার এই উইকেটে শুরুতে এসে ব্যাট করার সময় বোলারদের যথেষ্ট সুবিধা পাচ্ছিল, আর বোলাররাও যথেষ্ট ভাল করছিল। এই ইনিংসটাকে গলের তুলনায় অনেক পরিপূর্ণ বলতে পারেন। আমি এখানে বলও অনেক খেলেছি। আমার মনে হয় এটা ভাল ইনিংস ছিল। সেরা বলব না, তবে ভাল ইনিংস ছিল।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ