ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নিজে ডাবল সেঞ্চুরি করেও অন্য যে টাইগারের প্রশংসা করল মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ১৯:১০:১২
নিজে ডাবল সেঞ্চুরি করেও অন্য যে টাইগারের প্রশংসা করল মুশফিক

৩১ বছর বয়সী এই তারকা বললেন, ‘আমি মনে করি বাংলাদেশ দলের টপ অর্ডারে যে ব্যাটসম্যানরা আছে তাদের সবাই সামর্থ্য রাখে দ্বিশতক হাঁকানোর। সাকিব, তামিম করেছে আগেই। ভবিষ্যতেও আরও আসবে। আমি মনে করি মুমিনুলের জন্য এটা অনেক সহজ।’দুইদিন মিলে মোট পাঁচটা সেশন ব্যাট করা লেগেছে ২১৯ রান করতে। সেটিও আবার মিরপুরের মাঠে।

মুশফিক বলছেন, ‘এটাও আমার একটা অর্জন। এই মাঠে বল কখন বাউন্স করে আবার কখন স্লো হয়ে যায় তা বলা মুশকিল। আল্লাহর রহমতে আমি নিজেকে ধৈর্য্য ধরতে পেরেছি এবং পেরেছি। অন্য মাঠে দেখবেন আগে থেকে কিছুটা আঁচ পাওয়া যায় কোন বলটা করছে বোলার। কিন্তু এখানে সেটা বলা মুশকিল। আমি কনসার্নট্রেশন (মনোনিবেশ) ঠিক রাখতে পেরেছি, এটাও একটা সাধনা বলতে পারেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ