ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ব্যাটিংয়ে ইতিহাসের পর বোলিংয়েও প্রাপ্তি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ১৮:১৪:১২
ব্যাটিংয়ে ইতিহাসের পর বোলিংয়েও প্রাপ্তি

মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশের সেই লক্ষ্য পূর্ণ হয়েছে। শেষ বিকেলে জিম্বাবুয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে জিম্বাবুয়ের স্কোর ২৫/১। অর্থাৎ নয় উইকেট হাতে রেখে এখনো ৪৯৭ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। এর আগে সাত উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এটা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

জিম্বাবুয়ের দলীয় ২০ রানের মাথায় মাসাকাদজাকে (১৪) মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান তাইজুল। মিরাজও দুই ওভার হাত ঘুরিয়ে বোঝাতে চেয়েছেন কাল ঘুর্ণি জাদু দেখাতে প্রস্তুত তিনিও।

তবে কাল সবচেয় বেশি আগ্রহ থাকবে হয়তো অভিষিক্ত খালেদ আহমেদকে নিয়ে। মাত্র ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট ক্যাপ পাওয়া ২৪ বছর বয়সী এই পেসার আজ পাঁচ ওভার বোলিং করে আগ্রহটা বাড়িয়ে দিয়েছেন। পাঁচ ওভারের মধ্যে খালেদ মেডেনই দিয়েছেন তিনটি। রান দিয়েছেন মাত্র ছয়টি। এর মধ্যে উইকেটও পেতে পারতেন। যদি তার বলে স্লিপে ক্যাচ না ফেলতেন আরিফুল হক।

খালেদকে আজ ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণে আনলেও পাঁচ ওভারের বেশি বোলিং করালেন না মাহমুদুল্লাহ রিয়াদ। বোঝাই যাচ্ছে, কাল সকালের সকালে শিশির ভেজা উইকেটের জন্য খালেদকে মজুদ করে রাখতে চাইলেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

অপর পেসার মোস্তাফিজুর রহমানও বেশ ভালো বল করেছেন। প্রথম ওভারে সাত রান দিয়ে ফেললেও পরের ওভারগুলোতে অনেকবার জিম্বাবুয়ের দুই ওপেনারকে বিট করেছেন। শেষ পর্যন্ত ছয় ওভারে ১১ রান দিয়েছেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ