ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

খালেদকে অভিষেক উইকেট পেতে দিল না কে দেখুন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ১৫:৪৮:৪৬
খালেদকে অভিষেক উইকেট পেতে দিল না কে দেখুন

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৩০ ওভারে বাংলাদেশ করেছে ১০৫ রান। দিয়েছে মাত্র ২টি উইকেট।

এরপর ৩য় সেশনে ১০ ওভার ব্যাটিং করে ৫০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ম্যাচের ১৬০ ওভার শেষে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। ১ম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৭ উইকেট হারিয়ে ৫২২ রান।

মিরাজকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন মুশফিক। মিরাজ অপরাজিত থেকে যান ৬৮ রান করে ও মুশফিকের ব্যাট থেকে আসে ২১৯ রান। দুজনই অপরাজিত রয়ে যান।

৫২২ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে শুরুতেই অগ্নিঝরা বোলিং করেন অভিষিক্ত খালেদ আহমেদ। ম্যাচের ৪র্থ ওভারে ৭ রান করে ব্যাট করতে থাকা মাসাকাদজার ক্যাচটি ছেড়ে দেন আরিফুল। সেই ক্যাচটি ধরতে পারলে হয়তো নিজের অভিষেক ম্যাচের প্রথম উইকেটের দেখা পেতেন খালেদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। তাদের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ