ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ডাবল সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারা কে সরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মুশফিকুর রহিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ১৪:৫৫:৫১
ডাবল সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারা কে সরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মুশফিকুর রহিম

আজ জিম্বাবুয়ের বিপক্ষে এই ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি করলেন মুশফিক। তবে টেস্ট ক্যারিয়ারে দুইয়ের অধিক ডাবল সেঞ্চুরি রয়েছে কুমার সাঙ্গাকারার। কিন্তু উইকেটকিপিং ব্যাটসম্যান হিসেবে কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি মাত্র একটি।

লাঞ্চ থেকে ফিরেই প্যাভিলিয়নে ফিরে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটসম্যানকে আউট করেন কাইল জারভিস। দলীয় ৩৭২ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রান করে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমকে বেশি সময় দিতে পারেননি আরিফুল হক। ৪ রান করে কাইল জারভিস এর পঞ্চম শিকার হন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টপ টপ উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার ইমরুল কায়েস শূন্য রানেই উইকেটকিপার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইমরুল কায়েসের উইকেটটি তুলে নেন কাইল জারভিস।

এরপরেই ফিরে যান লিটন দাস। ৯ রান করে কাইল জারভিস বলে আউট হন তিনি। আর অভিষেক ম্যাচেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন। ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দলকে টেনে তুলেন মুশফিকুর রহিম এবং মমিনুল হক। ফিফটি পর কিছুটা ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন এই দুই ব্যাটসম্যান।

১৫০ বলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মমিনুল। অন্য প্রান্ত থেকে ১৮৬ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ১৬১ রান করে অাউট হন মমিনুল হক। এরপরেই অাউট হন তাইজুল ইমলাম। এখন দ্বিতীয় দিনের ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেটে ৪৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। মেহেদি হাসান মিরাজ ৫৫ এবং মুশফিকুর রহিম ২০৬ রান করে অপরাজিত রয়েছেন

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমে

টেস্ট স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই সাতারা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ