ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচনের তারিখ পরিবর্তনের প্রতিক্রিয়ায় যা বলল বিএনপি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ১৪:৩৩:২০
নির্বাচনের তারিখ পরিবর্তনের প্রতিক্রিয়ায় যা বলল বিএনপি

নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে-অভিযোগ করে রিজভী বলেন, ‘সাংবিধানিকভাবে ইসি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করতে পারছে না। সব রাজনৈতিক দলের জন্য সমতল মাঠ তৈরি করতে কোনো ভূমিকা রাখছে না।’

এই প্রতিক্রিয়া দেওয়ার আগে কণ্ঠশিল্পী বেবী নাজনীন নীলফামারী ৪ ও চিত্রনায়ক হেলাল খান সিলেট ৬ এর জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন রিজভীর হাত থেকে।

সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এই ফরম বিক্রি চলবে।

বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম নিতে হবে ৫ হাজার টাকায়। মঙ্গলবার ও বুধবার ২৫ হাজার টাকাসহ মনোনয়ন ফরম নয়াপল্টন কার্যালয়ে জমা দিতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে