ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তবে কি মেসির কারনেই হেরেছে বার্সা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ১০:১৫:৫৫
তবে কি মেসির কারনেই হেরেছে বার্সা

প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে বার্সা। ম্যাচের ২০তম মিনিটে লিড নেয় আতিথ্য নেওয়া বেতিস। দলকে এগিয়ে নেন জুনিয়র ফিরপো। ৩৪ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন জোয়াকুইন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেতিস।

বিরতির পর পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমান মেসি (২-১)। তবে, ৭১ মিনিটে ফের এগিয়ে যায় বেতিস। দলের তৃতীয় গোলটি করেন জিওভানি লো সেলসো। ৭৯ মিনিটের মাথায় বার্সাকে দ্বিতীয় গোল পাইয়ে দেন আরতুরো ভিদাল (৩-২)। ৮৩ মিনিটে বেতিসের চতুর্থ গোলটি করেন ক্যানালেস। যোগ করা অতিরিক্ত সময়ে বার্সার তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি (৪-৩)।

দশ জনের দল নিয়ে খেলতে হয়েছিল বার্সাকে। ম্যাচের ৮১ মিনিটের মাথায় লো সেলসোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচ।

১২ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া, তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ, চারে দেপোরতিভো আলাভেজ। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পাঁচে এস্পানিওল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ