ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যে দলের হয়ে নির্বাচনে আসছেন অপু বিশ্বাস

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ০৯:৫৭:৪৯
যে দলের হয়ে নির্বাচনে আসছেন অপু বিশ্বাস

রবিবার দলটির ধানমন্ডির নতুন কার্যালয়ে যাওয়ার পথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জনপ্রিয় এক অললাইন পোর্টালকে নায়িকা জানান, ‘বগুড়া থেকে নৌকার প্রার্থী হতে চাই।’

এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মনোনয়ন প্রত্যাশীরা এখন ধানমন্ডি অভিমুখী। ঢাকা-ঢোল বাজিয়ে তারা মনোনয়নপত্র কিনছেন। এসব মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজনৈতিক নেতাদের পাশাপাশি ক্রিকেটার সহ বিনোদন জগতের তারকারাও রয়েছেন।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বিনোদন জগতের আরও এক বড় তারকা চিত্রনায়িকা অপু বিশ্বাস। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম কিনতে চান তিনি।

এ ব্যাপারে অপু বলেন, ধানমন্ডিতে যাচ্ছি মমতাজ উদ্দিন এমপি চাচার সঙ্গে কথা বলতে। তিনি এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা সবুজ সঙ্কেত দিলে মনোনয়ন ফরম কিনব। আমি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। কারণ রাজনীতি হলো মানুষের পাশে থাকার সরাসরি মাধ্যম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে