ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

এবার সেল্টার জালেও গোল উৎসব রিয়ালের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ০৯:১০:৫১
এবার সেল্টার জালেও গোল উৎসব রিয়ালের

সেল্টার মাঠে গোলের সূচনা করেন করিম বেনজামা। ম্যাচের ২৩ মিনিটে মড্রিচের পাস থেকে গোলটি করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে ছিল রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। তবে ৬১ মিনিটেই একটি গোল শোধ করে হুগু মেলো।

এরপর আবারও দৃশ্যপটে সার্জিও রামোস এবং পেনাল্টি। এই স্পানিশ তারকার পেনাল্টি থেকে রিয়ালের ব্যবধান বেড়ে হয় ৩-১।

৮৭ মিনিটে আরেকটি ধাক্কা খায় সেল্টা। আত্মঘাতী গোলে রিয়ালের দ্বিতীয় গোলটি এনে দেয়া গুস্তানো গ্যাবরাল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সেল্টা। এর তিন মিনিট পর দানি সেবায়েসের গোলে বড় জয় নিশ্চিত করে ফেলে রিয়াল।

ইনজুড়ি টাইমে তাই ব্রারিস মেন্ডেজের গোল কোন প্রভাব ফেলতে পারেনি এই ম্যাচের ফলাফলে।

লীগে এখন ৬ নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২০। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ২৪।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ