ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

‘ওয়ান অব দ্য বেস্ট’সেঞ্চুরি তবুও মমিনুলের আক্ষেপ, আফসোস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ০৮:১৩:৪৫
‘ওয়ান অব দ্য বেস্ট’সেঞ্চুরি তবুও মমিনুলের আক্ষেপ, আফসোস

সেঞ্চুরির পর মমিনুল বলেন,‘আমি এই সেঞ্চুরিতে অনেক কিছু শিখতে পেরেছি। আমার যতগুলো সেঞ্চুরি আছে এরমধ্যে এটা বেশ ইন্টারেস্টিং। কারণ, অনেক কষ্ট করে ব্যাট করেছি। আমি যতক্ষণ ব্যাট করেছি কষ্ট করে ব্যাট করেছি। অনান্যগুলার চেয়ে এটা অনেক কঠিন ছিল। উইকেটে বাউন্স একরকম ছিল না। উঁচু-নিচু হচ্ছিল। আর প্রথমেই যদি তিন উইকেট পড়ে যায় তাহলে আপনি স্বাভাবিকভাবেই চাপে থাকবেন।’

মমিনুল বলেন, ‘আমার উইকেট যদি না পড়ত আর দিনশেষে তিন’শ থাকত তাহলে বলতাম আমরা ভাল অবস্থায় আছি। আমার জন্য একটা উইকেট বেশি পড়ে গিয়েছে। আমি তো আউট হয়েছি, সাথে আরেকটি উইকেট পড়েছে। দলের জন্য শেষের দিকে আরেকটু খেলতে পারলে ভালো হত। এইটুকু আফসোস আছে, আর কোন আফসোস নেই। এটাই আমাকে একটু পোড়াচ্ছে, খারাপ লাগছে।’

বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানোর পর আট ইনিংসে হাসেনি মুমিনুলের ব্যাট। তার ব্যাট না হাসায় হাসেনি বাংলাদেশের স্কোরবোর্ডও। খারাপ সময়টা পেছনে ফেলতে চান টপ অর্ডার ব্যাটসম্যান। মানসিকভাবে হতে যান শক্তিশালী।

‘আগের পাঁচ-ছয়টা ইনিংস খেলেছিলাম, সেখানে রান করা উচিত ছিল। মাঝে মধ্যে একটু ছন্দের বাইরে চলে যাই, এটাই ঠিক করার চেষ্টা করেছি। আমি খুব বেশি জটিল করার চেষ্টা করি না। ক্রিকেট যত জটিল করবেন তত কঠিন হয়। চেষ্টা করি যে বল দেখব আর খেলব, এটাই, আর কিছু না। এইসব জায়গায় মানসিকভাবেও একটু শক্ত হতে হয়, কারণ খারাপ খেললে অনেকে অনেক কথা বলে, এটাই স্বাভাবিক। আপনিও বলবেন, আমি আপনার জায়গায় গেলে আমিও বলতাম।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ