ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন না নির্বাচনী প্রচারণা করবেন

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১২ ০০:১৯:৩৫
‘আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন না নির্বাচনী প্রচারণা করবেন

নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আবদুন নূর তুষার ফেসবুকে লিখেছেন, ‘মাশরাফিকে অভিনন্দন। একটি আসনের ফলাফল জানা হয়ে গেলো। এবার সংসদে শোনা যাবে “ধরে দেবানি”।’

মহিউদ্দিন মাহী নামে একজন লিখেছেন, ‘মাশরাফির মতো তরুণরা এগিয়ে না আসলে বর্তমান প্রজন্ম কখনোই রাজনীতির প্রতি আগ্রহী হবে না। ৩০০ আসনে ৩০০ মাশরাফি চাই।’

শামীম আহসান নামে একজন মাশরাফিকে আগামীর বাংলাদেশের কর্ণধার আখ্যা দিয়ে লিখেন, ‘মাশরাফির চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বৃথা যাবে না।’

এদিকে দৈনিক প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক রাজীব হাসান লিখেছেন, ‘২২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি, ২৩ ডিসেম্বর নির্বাচন। সাকিব নির্বাচনী এলাকায় থাকবেন, নাকি মাঠে? নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারাভিযান করবেন, নাকি ওয়ানডে সিরিজ (৯-১৪ ডিসেম্বর) নিয়ে ভাববেন মাশরাফি?’

এই পোস্টের নিচেই কাজী জোবায়ের নামে একজন কমেন্ট করেছেন, ‘ওদের জনপ্রিয়তা ওরা নিজেরাই ধ্বংস করছে, বেশি ভালোবাসলে যা হয় আর কি। এটা তাদের বড় ধরনের একটা ভুল সিদ্ধান্ত। তারা তো সব ধরনের রাজনীতি থেকে ঊর্ধ্বে।’

দৈনিক নিউ এজের সহকারী সম্পাদক সৈয়দ ফাইয়াজ আহমেদ লিখেছেন, ‘গতকাল পর্যন্তও এদেশের কিশোররা মাশরাফি হতে চাইতো। আর আজ থেকে ওরা জানবে, ওদের সহপাঠীকে খুন করা আর ওদের আন্দোলনকে রক্তাক্ত করাদের একজন সহযোগী এই মাশরাফি। আদর্শ থাকলে সেটাকে সামনে রেখে বড় হওয়ার একটা সুবিধা আছে, তবে ব্যক্তিপূজা পরিত্যাজ্য। আদর্শ আর ব্যক্তি তাই গুলিয়ে ফেলার উপায় নেই। ধরায়ে দিবানি , বন্ধুর মরনে শোককে শক্তিতে পরিণত করা আর অসংখ্য বাঁধা পেরিয়ে জয়ের জন্য ঝাপিয়ে পড়া নেতা মাশরাফি একটা আদর্শ, সেটা শ্রদ্ধার, উদ্দীপনার। আর হাতুড়ি, লুঙ্গি, পেটোয়া বাহিনী, খুনে, দূর্নীতিবাজদের সহচর মাশরাফি একটা ঘৃন্য ব্যক্তিত্ব। তার জন্য একরাশ ঘৃণা।’

তবে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ বেশ কয়েকজন মাশরাফি-সমর্থক। তাদেরই একজন তোফাজ্জল হোসেন। তিনি এক পোস্টের কমেন্টে লিখেছেন, ‘রাজনীতি করা খারাপ বা রাজনীতিতে ঢুকলেই লোকজন পচেঁ যায় এই ন্যারেটিভটা পরিবর্তনের সময় এসেছে। মাশরাফির সামনে সুযোগ এই পরিবর্তনের পথপ্রদর্শক হওয়ার। সময়ই বলে দিবে তিনি আমাদের কোথায় নিয়ে যাবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে