ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যে আসনের প্রার্থী হিসেবে খালেদা জিয়াকে চায় বিএনপির নেতাকর্মীরা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ২৩:২৮:৪৭
যে আসনের প্রার্থী হিসেবে খালেদা জিয়াকে চায় বিএনপির নেতাকর্মীরা

আজ রোববার ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার পর থেকে সাধারণ নেতাকর্মীরা ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী নিয়ে উদ্বিগ্ন। তবে, তাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাইরে অন্য কোনো প্রার্থীর কথা তারা ভাবছেন না বলেই নেতাকর্মীরা জানিয়েছেন। তারা এখনো আশাবাদী তাদের নেত্রীকে প্রার্থী হিসেবে পাবেন, অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে ফেনী ১ আসনে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করে আনবেন তারা।

আর ওই আসনে বিএনপির ব্যাপক জনসমর্থন থাকলেও মামলার বেড়াজালে রাজপথে তাদের অনুপস্থিতি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তফসিল ঘোষিত হলেও পুলিশি তৎপরতায় বাড়ি-ঘর থেকে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। অনেকে কারাগারে অন্তরীণ রয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানাগেছে, এখনো ফেনী ১ আসনে খালেদা জিয়াই তাদের এমপি প্রার্থী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে