ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মমিনুল-মুশফিককে নিয়ে যা বলছে জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ২৩:০৮:৪৫
মমিনুল-মুশফিককে নিয়ে যা বলছে জিম্বাবুয়ে

সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের দলের এই পেসার অকপটে স্বীকার করে নিয়েছেন নিজেদের ব্যর্থতা। উইকেট থেকে পর্যাপ্ত সুবিধা পেলেও দিনের বড় একটি সময় পর্যন্ত টাইগার ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেনি জিম্বাবুয়ে বোলাররা।

উপরন্তু তাঁদের বোলিংকে পাত্তা না দিয়ে সেঞ্চুরি করেছেন মমিনুল-মুশফিক দুজনেই। নিজ দলের বোলারদের ব্যর্থতার দায়ভার স্বীকার করার সময় জারভিস জানান,

'অবশ্য শুধু সকালে না, উইকেট পেসারদের সহায়তা করেছিল পুরো দিনেই। তাঁরা সত্যিকার অর্থেই ভাল করেছে। তবে মাঝের তিন ঘণ্টায় আমরা একেবারেই ভাল বল করতে পারিনি। এমন একটা উইকেট পেয়েও আমরা তাঁদের রান করার সুযোগ করে দিয়েছি।

'ওই সেশনে আমরা ভাল খেলিনি। আমরা প্রথম ঘণ্টায় জিতেছি, কিন্তু তাঁরা শেষ ঘণ্টা পর্যন্ত জিতে নিয়েছে। তাঁরা দিনের বেশিরভাগ জিতেছে, শুধু প্রথমে আর সম্ভবত শেষে জিততে পারেনি।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ