ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

কিছু না খেয়েই ব্যাটিং করেন মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ২২:৫১:৫৮
কিছু না খেয়েই ব্যাটিং করেন মুমিনুল

আজ ঢাকা টেস্টের ৭ম ওভারেই নামতে হয় মুমিনুল হককে। ইমরুল কায়েসের শূন্য রানে বিদায়ের পর উইকেট যান মুমিনুল। এরপর দলের বিপদে এক প্রান্ত আগলে ধরে রাখেন। পাশাপাশি চতুর্থ উইকেটে মুশফিকের সাথে গড়েছেন রেকর্ড ২৬৬ রানের জুটি। দিনের খেলা শেষ হবার ২৬ বল আগে আউট হোন এই বামহাতি ক্রিকেটার। এর আগে ২৪৭ বলে করেছেন ১৬১ রান।

তবে ব্যাটিং করার সময় লাঞ্চ বিরতি পেলেও সেই সময়ে কিছু খান নি। এটা মুমিনুলের অভ্যাস। ব্যাটিং করার বিরতিতে খেতে পছন্দ করেননা তিনি। আজ প্রথম দিনের খেলাশেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুমিনুল বলেন, ‘এতেই (লাঞ্চে কিছু না খেয়ে) আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি।’

এদিকে আজ টেস্ট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। টেস্টে তাঁর সেঞ্চুরি সংখ্যাট ৮টি। তামিমকে ধরতে মুমিনুলের চাই আর এক সেঞ্চুরি। তবে এইসব বিষয় ভাবেননা এই বামহাতি ব্যাটসম্যান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ