ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শেষ টি-টোয়েন্টিতে ভারতকে বিশাল টার্গেট ছুড়ে দিল উইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ২২:৩৬:৪৪
শেষ টি-টোয়েন্টিতে ভারতকে বিশাল টার্গেট ছুড়ে দিল উইন্ডিজ

রোববার (১১ নভেম্বর) তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে নিকলস পরানের অরাজিত ৫৩ রানের উপর ভর করে ভারতকে ১৮২ রানের বড় লক্ষ্য দেয় সফরকারীরা।

প্রথমে টস ভাগ্যে জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা। বরাবরের ন্যায় হেট মায়ারকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন শাই হোপ। ৫১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন হোপ। বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার হেট মায়ার। তিনি কাটা পড়েন ২৬ রানে।

পরে দলের হয়ে হাল ধরেন ব্রাভো ও দানিশ রামদিন। ১৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন রামদিন।

এরপর ব্রাভোর সাথে তাণ্ডব চালান নিকোলস পরান। ২৫ বলে এক দুর্দান্ত ফিফটি তুলে নেন ২৩ কছরের পরান। তার ইনিংসটি সাজানো ছিলো ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে। পরে ব্রাভোর ৪৩ ও পরানের অপরাজিত ৫৩ রানের উপর ভর করে ক্যারিবিয়ানদের সংগ্রহ দাঁড়ায় ১৮১।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ