ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শূণ্য রানে আউট হয়ে রেকর্ড গড়লেন ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ২০:২১:১৯
শূণ্য রানে আউট হয়ে রেকর্ড গড়লেন ইমরুল

ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বল। কাইল জারভিসের করা বলটি ইমরুলের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। আস্থার সঙ্গে ক্যাচটি লুফে নেন উইকেটরক্ষক রেগিস চাকাভা। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবারের মতো শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেলেন ইমরুল। কিন্তু ইমরুলের আগে বাংলাদেশের কোনো ওপেনার এত বেশি বল খেলে শূন্য রানে আউট হননি।

ইমরুলের আগে রেকর্ডটি ছিল হান্নান সরকারের দখলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ১৩ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। ১২ বল খেলে রানের খাতা খোলার আগে আউট হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার।

২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আল শাহরিয়ার এবং ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শামসুর রহমান সমান ১২টি করে বল খেলেও শূন্য রানে আউট হন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ