ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আজকের ম্যাচে মুশফিক-মমিনুলকে নিয়ে একি বললেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১৯:২৫:০২
আজকের ম্যাচে মুশফিক-মমিনুলকে নিয়ে একি বললেন তামিম

"প্রথম এক দুই ঘণ্টা আমার কাছে মনে হয়েছিল উইকেটটি একটু কঠিন ছিল। ওদের পেস বোলাররা বেশ সহায়তা পাচ্ছিল উইকেট থেকে। আমরা খুব একটা ভাল শুরু করিনি, তবে এরপরে যে কঠিন কাজটি মমিনুল এবং মুশফিকরা করেছে সেটারই ফল পাচ্ছি এখন। উইকেটটিও এখন সহজ হয়ে গিয়েছে, রানও আসা সহজ হয়েছে। এটাই আসলে টেস্ট ক্রিকেট।"

বাংলাদেশ দলের যে কজন খেলোয়াড় কঠিন পরিশ্রম করেন তাদের মধ্যে অন্যতম মুশফিক ও মমিনুল। মুশফিকের লড়াকু মানসিকতার কথা সবার জানা থাকলেও মমিনুলের পরিশ্রমের কথা অনেকেরই অজানা। তাই তাঁর ব্যাটে রান দেখা দারুণ ব্যাপার তামিম ইকবালের কাছে।

"আমার কাছে মনে হয় টেস্টে আপনার অনেকক্ষণ কঠিন পরিশ্রম করতে হয় এবং আপনি এর ফল একটা না একটা সময় পাবেনই। মমিনুলের জন্য আমি অনেক খুশি কারণ আমি জানি কতটা কঠোর পরিশ্রম সে করেছে। আর মুশফিকের ব্যাপারে আমরা সবাই জানি। তবে মমিনুলের ব্যাপারে হয়তো খুব বেশি কিছু বলা হয় না বা মানুষ এটি নিয়ে খুব বেশি জানে না, তবে আমার কাছে মনে হয় সে সবথেকে বেশি পরিশ্রম করেছে। সুতরাং তাঁকে রান করা দেখাটা সর্বদাই দারুণ ব্যাপার।"

তামিমও মানেন মমিনুল বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন। উইন্ডিজ সিরিজের আগে মুশফিক-মমিনুলের ব্যাটে রান স্বস্তি দিচ্ছে এই ওপেনারকে। কদিন আগেই উইন্ডিজ সফরে হতাশার টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল।

দুই ম্যাচ সিরিজের দুটিতেই হেরে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। ঘরের মাঠেও দলটিকে হালকা ভাবে নিচ্ছেন না তামিম। আসন্ন এই সিরিজট অনেক গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

"ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি, পাশাপাশি দলের জন্যও এটি ভাল, কারণ সে সম্ভবত আমাদের সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন। ও যদি রান করে তাহলে আমাদের জন্য অনেক ভাল। আমরা জানি যে আমাদের জন্য সামনের সিরিজটি কতটা গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি ভিন্ন একটি চ্যালেঞ্জ। বোলারদের থেকে শুরু করে সবকিছুতেই ভিন্নতা থাকবে। আর এমন একটি প্রতিপক্ষের (উইন্ডিজ) বিপক্ষে আমাদের খেলতে হবে যাদের বিপক্ষে গত সিরিজে আমরা ভাল করিনি খুব একটা।"

"এদের সাথে ভাল খেলাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তিগত এবং দলগত দিক থেকে আমরা জানি যে আমরা ওয়েস্ট ইন্ডিজে ভাল ক্রিকেট খেলিনি দেখেই আমাদের অবস্থাটি যা হওয়ার তা হয়েছে। এটি আমাদের জন্য দল হিসেবে চ্যালেঞ্জ যে সেই প্রতিপক্ষের বিপক্ষেই যেন ভাল কিছু করতে পারি। এটি আমাদেরকে অনেক আত্মতৃপ্তি দিবে। সুতরাং আমাদের যে টপ দুই ব্যাটসম্যান আছে টেস্টে ওরা রান করছে, এটি ইতিবাচক একটি সাইন," যোগ করেছেন তামিম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ