ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নির্বাচন করবেন মাশরাফি, একি বললেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১৮:৩২:৫১
নির্বাচন করবেন মাশরাফি, একি বললেন তামিম

তারই ধারাবাহিকতায় ঢাকা টেস্ট চলাকালীন মাশরাফির মনোয়ন ইস্যুতে প্রশ্নের সম্মুখীন হতে হলো রিহ্যাবে থাকা ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। সাংবাদিকের ছুঁড়ে দেয়া প্রশ্নের তির সুকৌশলে পরাস্থ করেন তামিম। বললেন, ‘নো কমেন্টস।’ এ ব্যাপারে কথা বলতে চাই না। মাশরাফি আমার ড্রেসিং রুমের অধিনায়ক আমি সেটাই মনে করতে চাই।’

এসময় নিজের অনুশীলন এবং কবে-কখন খেলায় ফিরছেন এসব নিয়েও কথা বলেন তামিম, ‘বেশ কয়েকদিন ধরে ব্যাটিং করছি। তবে আজ ফার্স্ট পেস বোলিংয়ে ব্যাটিং করেছি। আশা করছি আরো করবো। আর এভাবেই এগোতে হবে। দ্রুত ফেরার ব্যাপারে আমি খুবই পজেটিভ। বড় কোন সমস্যা নাই। সব কিছু ঠিক-ঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই ফিরবো।’

মিরপুরের মাঠে টেস্ট চলছে। তামিমও কথা বলছেন একাডেমীর মাঠে। তাই টেস্ট ইস্যুতে কথা না বললেই নয়। এ কথা ও কথা। প্রসঙ্গ উঠে এলো আজকের টেস্ট নিয়ে। তামিম বলেন, ‘প্রথম এক দেড় ঘন্টা উইকেট বেশ ডিফিকাল্ড ছিল। তবে ধীরে ধীরে উইকেট সহজ হয়ে যায়। তাছাড়া আমাদের প্লেয়াররা যেভাবে পরিশ্রম করছে তার ফল পাচ্ছে-পেয়েছে। মুমিনুলের পারফর্মে আমি অসম্ভব খুশি। কারণ সে অনেক পরিশ্রম করে। আর মুশফিকের ব্যাপারটি তো সবাই জানেই। কিন্তু মুমিনুলকে নিয়ে সেভাবে কেউ বলা বলি করে না। সেও মুশফিকের মতো প্রচুর পরিশ্রম করে।’

এছাড়া আজকের ওপেনিং নিয়েও কথা বলেন তামিম। বলেন, ‘প্রথম অবস্থাটা ডিফিকাল্ড ছিল। তবে আমি মনে করি না খারাপ হয়েছে। আমার মতে, ইমরুল এই মুহুর্তে ভালো অবস্থানে আছে। সেইম অবস্থানে লিটনও।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ