ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অষ্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসির নিয়ম ভাঙলেন মিলার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১৭:৩৩:৫৪
অষ্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসির নিয়ম ভাঙলেন মিলার

এরপর কথা বলেন প্লেসিসের সাথে। কিন্তু সিদ্ধান্তে পৌছতে পারছিলেন না প্লেসিস। এরপর মিলার নিজেই রিভিউর আবেদন করেন এবং রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের উপর দিয়ে চলে গেছে। ফলে নট আউট হন তিনি।

কিন্তু এখানেও তৈরি হয়েছে বিতর্ক। প্লেসিস এবং মিলার মিলে যতখনে আলোচনা শেষ করে রিভিউর জন্য আবেদন জানান ততখনে শেষ হয়ে গেছে আইসিসির দেয়া রিভিউ নেয়ার সময়। নিয়ম অনুযায়ী কোন খেলোয়ার রিভিউ নিতে চাইলে ১৫ সেকেন্ড সময় পাবে। কিন্তু মিলার যখন রিভিউ নেন তখন ১৮ সেকেন্ড হয়ে গেছে।

আরও বলা আছে রিভিউ নেয়ার সময় অবশ্যই T এর মত করে সংকেত দিতে হবে। কিন্তু সেটাও মানেননি মিলার। কোন রকমে হাত উঠিয়ে কেবল বুঝিয়ে দিয়েন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ