ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অবশেষে আউট হলেন মোমিনুল,দেখুন কত বলে কত রান করলেন তিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১৬:২২:২৯
অবশেষে আউট হলেন মোমিনুল,দেখুন কত বলে কত রান করলেন তিনি

সেই অতি গুরুত্বপূর্ণ কাজটিই করে ফেললেন দারুণ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। ২৬ রানের মধ্যেই যখন টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, তখন সিলেটের শঙ্কাই পেয়ে বসেছিল আবার। সে অবস্থা থেকে বাংলাদেশকে সঠিক পথে ফেরানোর জন্য একটি জুটির খুব প্রয়োজন ছিল। অভিজ্ঞ মুশফিকুর রহীমকে নিয়ে সে কাজটাই করে দেখালেন মুমিনুল।

দারুণ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শুধু উইকেটে অটলই থাকেননি, দৃঢ়তার সাথে ব্যাটিং করে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মুমিনুল হক। ১৫০ বল খেলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান।

মুশফিকের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকও। প্রায় বছর খানেক পর মুশফিকের ব্যাট থেকে টেস্টের সেঞ্চুরির দেখা মিলল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৫.৪ ওভার ৪ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তাইজুল ০ এবং মুশফিকুর রহিম ১১০ রান করে অপরাজিত রয়েছেন। ২৪৭ বলে ১৬১ রান করে আউট হলেন মুমিনুল।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টপ টপ উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার ইমরুল কায়েস শূন্য রানেই উইকেটকিপার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইমরুল কায়েসের উইকেটটি তুলে নেন কাইল জারভিস।

এরপরেই ফিরে যান লিটন দাস। ৯ রান করে কাইল জারভিস বলে আউট হন তিনি। আর অভিষেক ম্যাচেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন। ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দলকে টেনে তুলছেন মুশফিকুর রহিম এবং মমিনুল হক।

তবে ইনিংস কে লম্বা করছেন এই দুই ব্যাটসম্যান। ফিফটি পর কিছুটা ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। ১৫০ বলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মমিনুল। অন্য প্রান্ত থেকে ১৮৭ বলে সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমে

টেস্ট স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই সাতারা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ