ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

কি প্রতীক নিয়ে নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট? যা বললেন ড. কামাল

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১৬:০২:০৬
কি প্রতীক নিয়ে নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট? যা বললেন ড. কামাল

ড. কামাল হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে জাতির সামনে বলিষ্ঠ ভূমিকার রাখবে জাতীয় ঐক্যফ্রন্ট। জনগণ আজকে ঐক্যবদ্ধ। জনগণ আজকে পরিবর্তন চায়। আইনের শাসন, সংবিধানের মৌলিক অধিকার ও মূল্যবোধ থেকে এই ঐক্য গঠন করা হয়েছে।’

সাত দফা দাবি আদায় না হলে জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা? জানাতে চাইলে তিনি বলেন, ‘অবস্থা বুঝে বব্যবস্থা নেয়া হবে।’

প্রবীন এই আইনজীবী বলেন, ‘আমাদের ইতিহাসে দেখা গেছে, জনগণ যখনই ঐক্যবদব্ধ হয়েছে , তখনই আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।’

নির্বাচনে গেলে ঐক্যফ্রন্ট কোন প্রতীকে নির্বাচন করবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি আলাপ-আলোচনা করে আমরা আগামীকাল এ বিষয়ে জানাব।

সংবাদ সম্মেলনে কামাল হোসেন পক্ষে একাদশ জাতীয় নির্বাচনের অংশ নেয়ার ঘোঘণা দেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ভোটের তফসিল এক মাস পিছিয়ে পেছানোর দাবিও করেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে