ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করলো মুশফিকুর রহিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১৫:৩১:১৫
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করলো মুশফিকুর রহিম

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই টেস্টে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান এবং অভিষেক হয়েছে সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ মিঠুনের।

প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এছাড়া এই টেস্টে নেয়া হয়েছে দুইজন পেসার।

ব্যাটিংয়ে নেমেশুরুতেই টপ টপ উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার ইমরুল কায়েস শূন্য রানেই উইকেটকিপার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইমরুল কায়েসের উইকেটটি তুলে নেন কাইল জারভিস।

এরপরেই ফিরে যান লিটন দাস। ৯ রান করে কাইল জারভিস বলে আউট হন তিনি। আর অভিষেক ম্যাচেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন। ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দলকে টেনে তুলছেন মুশফিকুর রহিম এবং মমিনুল হক। ৯২ বলে মমিনুল হক এবং ১০০ বলে ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম।

তবে ইনিংস কে লম্বা করছেন এই দুই ব্যাটসম্যান। ফিফটি পর কিছুটা ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। ১৫০ বলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মমিনুল। অন্য প্রান্ত থেকে সেঞ্চুরির পথে হাঁটছেন মুশফিকুর রহিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৫৯ সংগ্রহ করেছে বাংলাদেশ। মমিনুল হক ১৩৭ এবং মুশফিকুর রহিম ১০১ রান করে অপরাজিত রয়েছেন

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমে

টেস্ট স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই সাতারা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ