ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশ দল এখনও প্রাপ্ত বয়স্ক হয়নি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১২:০৩:০৫
বাংলাদেশ দল এখনও প্রাপ্ত বয়স্ক হয়নি

সাদা পোষাকের ক্রিকেটে ১৮ বছর পূর্ণ হয়েছে বাংলাদেশ দলের। ২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট আঙিনায় পা রেখেছিল টাইগাররা। এই ১৮ বছরে বাংলাদেশের ক্রিকেটের পরতে পরতে জড়িয়ে আছে স্মৃতি, বিস্মৃতি, ইতিহাস ও বেদনা।

১৮ বছর পূর্ণ করলেও টেস্টে ক্রিকেটে বাংলাদেশ দল এখনও প্রাপ্ত বয়স্ক হয়নি বলে মনে করেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এই মন্তব্য করেছেন তিনি।

“যদি ফলাফল হিসেবে করে দেখেন, তাহলে হয়তো ওতটা প্রাপ্তবয়স্ক হয় নি। টেস্ট ক্রিকেটটা আপনাকে খেলতে থাকতে হবে, তারপর আপনি ফলাফলটা পাবেন। অন্য ফরম্যাটে আমরা যেভাবে ভাল খেলছি, রিদম ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা ধরতে পারছি না। কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে পারফর্ম করেছি। এই জিনিসটা থেকে বের হওয়া দরকার, বের হতেই হবে।”

মাহমুদুল্লাহ মূলত বোঝাতে চেয়েছেন এই দীর্ঘ সময়ে টাইগারদের যে পরিমাণ সাফল্য পাওয়া প্রয়োজন ছিল, তা পায়নি বাংলাদেশ দল। মাহমুদুল্লাহর মন্তব্যের পক্ষেই যুক্তি দেবে টেস্টে টাইগারদের পরিসংখ্যান।

২০০০ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল ১০৯টি টেস্ট খেলে ফেলেছে। যার মধ্যে জয় মাত্র ১০টিতে। ড্র ১৬টিতে এবং পরাজয় ৮৩ টেস্টে। সাফল্যের হার মাত্র ১৬.৫%। অন্য যেকোনো দলের চেয়ে যা কম।

বাংলাদেশের আগে ১৮ বছর পূর্ণ করা অন্য নয়টি দলই ছিল এরচেয়ে বেশ সফল। ফলে বোঝাই যাচ্ছে এই সময়ের মধ্যে বাংলাদেশ টেস্টে সেই তুলনায় নিজেদের মানিতে নিতে পারেনি।

এর প্রকৃষ্ট উদাহরণ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হার। টেস্টে উন্নতি করতে ধারাবাহিকতার বিকল্প দেখছেন না মাহমুদুল্লাহ। তিন বিভাগেই উন্নতি করলে ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে বিশ্বাস তার।

“ধারাবাহিকতাটা বেশ গুরুত্বপূর্ণ, টেস্ট ক্রিকেটে। ডিসিপ্লিন হতে হবে আমাদের তিন বিভাগেই। টেস্ট ক্রিকেটে আপনাকে বড় জুটি গড়তেই হবে, ব্যাটিং কিংবা বোলিং। তাহলে আপনার ফলাফল পক্ষে আসবেই।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ