ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বি. চৌধুরীকে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার জন্য যে অনুরোধ করলেন কাদের সিদ্দিকী

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ১১:১৪:৫৭
বি. চৌধুরীকে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার জন্য যে অনুরোধ করলেন কাদের সিদ্দিকী

এ বিষয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, বি চৌধুরীকে জাতীয় ঐক্যে আসার জন্য অনুরোধ করতেই তিনি গিয়েছিলেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বি. চৌধুরীকে নিয়ে কাদের সিদ্দিকী একসঙ্গে কাজ করতে চান। তবে যুক্তফ্রন্ট চেয়ারম্যান কী বলেছেন, সে ব্যাপারে তিনি জানেন না বলে জানান।

ইকবাল সিদ্দিকী আরও বলেন, বি. চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে কাদের সিদ্দিকী বলেছেন- আপনি এবং ড. কামাল হোসেন যুক্তফ্রন্ট করেছেন। এর পর আপনারা একসঙ্গে পথচলা শুরু করেন। এখন ড. কামাল জাতীয় ঐক্যফ্রন্ট করেছেন, আপনাকে অনুরোধ করব- আপনি ঐক্যফ্রন্টে যোগ দিন। আমরা একসঙ্গে পথ চলতে চাই। এবং দেশের জন্য কাজ করতে চাই।

এদিন জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গেও বৈঠক করেন কাদের সিদ্দিকী।

কামাল হোসেনের সঙ্গে তার বেইলি রোডের বাসায় বৈঠক শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে অংশ নেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

প্রসঙ্গত, ৫ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোদ দেন কাদের সিদ্দিকী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে