ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মিরপুরের উইকেট নিয়ে ধাঁধায় দুই দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ০১:৩১:১৪
মিরপুরের উইকেট নিয়ে ধাঁধায় দুই দল

টেস্টে ক্রিকেটে রানই কি আসল কথা? পরিসংখ্যানে চোখ রাখলে অন্তত তাই মনে হবে। সন্দেহ নেই, সব দলের চাওয়া থাকে জয়। এ কাজটা সহজ করে ড্র থেকে বাঁচার একশভাগ নিশ্চয়তা দিতে পারে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম। ম্যাচ নিষ্পত্তি হয়ে যাবে আগে ভাগেই।

এই ভেন্যুতে রানের জন্য ব্যাটসম্যানদের রীতিমত যুদ্ধ করতে হয়। বাড়তি সুবিধাটা আদায় করেন বোলাররা। আরো নির্দিষ্ট করে বললে, স্পিনাররা। সবশেষ ৬ ইনিংসে একবারও ৩০০ করতে পারেনি বাংলাদেশ। মিরপুরে সবশেষ ৬ ইনিংসে একই চিত্র প্রতিপক্ষ দলগুলোরও।

২০১৪ থেকে এখন পর্যন্ত উইকেট শিকারের তালিকায় স্পিনারদের ধারে কাছেও নেই পেসাররা। ১০ ইনিংসে ২৮ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এ ইনিংস কম খেলে সাকিবের উইকেট ২৬। ৬ ইনিংস খেলে মিরাজের শিকার ১৯ উইকেট। মাত্র দুই ইনিংসে ৮ উইকেট অজি স্পিনার নাথায় লায়নের। ৪ ইনিংসে ৯ উইকেট পাওয়া সুরঙ্গা লাকমল সেরা পাঁচে থাকা একমাত্র পেসার।

এমন পরিসংখ্যানের পর উইকেটের চরিত্র স্পষ্ট। এ উইকেট নিয়ে যত সংশয়। দুশ্চিন্তা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগেও তাই আলোচনায় মিরপুরের উইকেট। স্বাগতিক অধিনায়ক মাহমুদুল্লাহ বললেন, সে পুরনো কথা। 'আনপ্রেডিকটেবল' । কিন্তু, প্রশ্ন হচ্ছে ওয়ানডে অদিনায়কের পর টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের কন্ঠেও মিরপুরের উইকেট নিয়ে সন্দেহ প্রকাশ কেন?

এদিকে, ২০১৪ এর পর মিরপুরে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই জিম্বাবুয়ের। তাই সফরকারীদের কপালে চিন্তার ভাঁজ। তবে ওয়ানডের অভিজ্ঞতাকে পুজিঁ করতে চায় মাসাকাদজারা। উইকেটের ধাঁধা জয় করে মিরপুরে দাপট দেখাতে চায় দু'দলই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ