ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

রোববার সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১০ ২৩:২৬:০১
রোববার সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট

শনিবার (১০ নভেম্বর) রাতে বৈঠক প্রসঙ্গে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে। নির্বাচন গ্রহণযোগ্য হোক, শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এটাই আমরা চাই।

তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের বিষয়ে আমাদের সিদ্ধান্ত আগামীকাল (রোববার) জানানো হবে। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকারের গঠন হবে সে ব্যাপারে মানুষ আশাবাদী। আমরাও নির্বাচনে যাওয়ার আশা করি।

রোববার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট তাদের অবস্থান তুলে ধরবে, বলেন ড. কামাল।

জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে এদিন রাত সাড়ে ৮টায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়।

বঙ্গবীর কাদের সিদ্দিকীবৈঠকে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মনোয়ার মন্টু, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ।

বৈঠকে সভপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, ‍মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু।

ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপি’র বৈঠকে অংশ নিতে আসার আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী ড. কামালের বাসায় যান।

একই সময় বিএনপি’র সঙ্গে ২০ দলীয় ঐক্যজোটের বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

দুই দিনের মধ্যে সিদ্ধান্ত, রোববার ইসিকে চিঠি

উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, জাতীয় পার্টির ( কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহম্মদ ইবরাহিম, জমিতে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মোহম্মদ ওয়াক্কাস, মহাসচিব নূর হোসাইন কাসেমী, মুসলিম লীগের চেয়ারম্যান এ এইসব এম কামরুজ্জামান খান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন এবং ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম।

বৈঠক শেষে অলি আহমদ বলেন, ‘জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে আগামী দুই দিনের মধ্যে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদের প্রধান দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, সেটা এখনও পূরণ হয়নি। বিরোধী নেতাকর্মীদের হয়রানি না করার প্রতিশ্রুতি কাগজে কলমে রয়ে গেছে। এখনও গ্রেফতার, মামলা অব্যাহত রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রোববারের মধ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি ইসিকে জানাতে হবে, সেক্ষেত্রে ২০ দল কী করবে- এমন প্রশ্নের জবাবে অলি বলেন, ‘আমরা চিঠি দেবো। সে চিঠির ভাষা হবে এমন, “যদি আমরা নির্বাচনে যাই, তাহলে নিবন্ধিত দলগুলোর প্রতীক হবে নিজ দলের। আর অনিবন্ধিত দলগুলোর প্রতীক হবে বিএনপি’র প্রতীক।”

অন্যদিকে বাংলাদেশ কল্যাণ পার্টি ঘোষণা দিয়েছে, রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠেয় এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান জানানো হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে