ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাকিব-মাশরাফির পর এবার মনোনয়নপত্র কিনছেন অারো এক ক্রিকেটার

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১০ ২৩:১১:০৫
সাকিব-মাশরাফির পর এবার মনোনয়নপত্র কিনছেন অারো এক ক্রিকেটার

বিষয়টি নিয়ে সাবেক বিসিবি সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামালের একটি বক্তব্যের পর আলোচনা তুঙ্গে ওঠে। এরপর আওয়ামী লীগের মাঠপর্যায়ের বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। শেষ পর্যন্ত আজ শনিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, রবিবার মনোনয়নপত্র কিনবেন মাশরাফি-সাকিব।

এই দুজনের আগে বাংলাদেশের আরও একজন অধিনায়ক রাজনীতিতে যোগ দিয়েছেন। তিনি টাইগারদের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তিনি অনেকদিন দেশের ক্রীড়াঙ্গণে সংগঠক হিসেবে কাজ করেন। ২০১৪ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মানিকগঞ্জ-১ আসন থেকে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেন তিনি। মনোনয়নপত্র কিনবেন তিনিও

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে