ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘এমপি হওয়ার শখ তাহলে জাতীয় দলের জার্সিটা খুলে নিলেই পারতো’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১০ ২২:২১:১২
‘এমপি হওয়ার শখ তাহলে জাতীয় দলের জার্সিটা খুলে নিলেই পারতো’

সাংবাদিক হাবিবুর রহমান খান লেখেন, ‘এখন থেকে জাতীয় ক্রিকেট দলও পরিণত হতে হচ্ছে আওয়ামী ক্রিকেট দলে। কারণ, ক্যাপ্টেন যখন কোনো দলের কান্ডারি হয়ে যান তখন তাদের জাতীয় দলের ক্যাপ্টেন বলা যায় কিনা জানি না। এখন থেকে মাশরাফি-সাকিবরা ১৬ কোটি নয়, একটি দলের নেতাকর্মী ও সমর্থকদের ক্যাপ্টেন হতে যাচ্ছেন। এমপি হওয়ার এতো শখ তাহলে জাতীয় দলের জার্সিটা খুলে নিলেই পারতো। হায়রে রাজনীতি। তার ওই কমেন্টের মন্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু নামের একজন লেখেন, ‘আওয়ামী লীগ ভাবমূর্তি সংকট থেকে বের হওয়ার জন্য মাশরাফি, সাকিবদের ব্যবহার করছে; এখন মাশরাফি সাকিবরাও সংকটে পড়বে।’ শহীদুল ইসলাম দীপু নামের একজন বলেন, ‘এটা ১৬ কোটি জনগণের আবেগ নিয়ে ঠাট্টা।’

এদিকে মৃধা সুপায়েল নামের একজন মন্তব্য করেন ‘২০১৯ সালে বাংলাদেশের ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য যেমন হবে- ‘বল হাতে এগিয়ে যাচ্ছেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাশরাফি বিন মুর্তাজা। বল করলেন এবং আউট।’

‘আবারও হাফ সেঞ্চুরি করলেন ক্রীড়াবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাগুরার উন্নয়নের রূপকার, জনাব সাকিব আল হাসান এমপি।’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক আহমেদ খান লেখেন, ‘খেলায় থাকা অবস্থায় কোন দল করা ঠিক হবে না।কারণ তারা শুধুই বাংলাদেশ দল। মাহী মিয়াজী লেখেন, একটি দলের কাছে বিক্রি না হয়ে দল গঠন করা উচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক শাহীন নামের একজন মতামত দেন, ‘ইমরান খান নিজে দল করে দেশ চালাচ্ছে। এমবিশন আরো বড় হওয়া উচিত। মাশরাফি কে কোন খুচরা জিনিস মনে হয় না আমার কাছে।’ -যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে