ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

একাদশে মোস্তাফিজ, অভিষেক হচ্ছে দুই জনের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১০ ১৯:৩৯:১৪
একাদশে মোস্তাফিজ, অভিষেক হচ্ছে দুই জনের

মিরপুর টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ফিটনেস ঝুঁকিতে গত নয় মাস ধরে টেস্ট ক্রিকেটের বাইরে মোস্তাফিজুর রহমান। মিরপুর টেস্ট দিয়ে তার মাঠে ফেরার আভাস মিলেছিল আগেই। তিনি আগামীকাল খেলছেন। সঙ্গে যুক্ত হয়েছে শফিউল ইসলামের নাম। তাহলে সিলেটে খেলা আবু জায়েদ রাহীর কী হবে? গত ম্যাচে সুযোগ পাওয়া রাহী খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। দুই ইনিংসে ২৮ ওভার বোলিং করে নিয়েছেন মাত্র একটি উইকেট। তাই ঢাকা টেস্টে তার পরিবর্তে একাদশে অভিষেক হতে পারে খালেদ আহমেদের।

বোলিংয়ে দুই পরির্বতন নিয়ে আলোচনা চললেও বাংলাদেশের ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই। যদি তেমনটা হয় তাহলে জায়গা হারাতে পারেন নাজমুল ইসলাম শান্ত। তার জায়গায় সাদা পোশাকে অভিষেক হতে পারে মোহাম্মদ মিঠুনের।

সবমিলিয়ে একাদশে আসতে পারে তিন পরিবর্তন। আজ (শনিবার) ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের রিয়াদের মুখেও তেমনটাই শোনা গিয়েছে। মাহমুদউল্লাহ জানিয়েছেন, কয়েকটি পরিবর্তন আসবে একাদশে। সেটা কালকেই দেখতে পাবেন সবাই।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ